সোদপুরে স্থলপথ, জলপথ তো রয়েছেই বহুকাল ধরে, এবার যোগ হতে চলেছে আকাশ পথ।
হ্যাঁ, সোদপুরে হতে চলেছে এয়ারপোর্ট, তাও আবার ইন্টার ন্যাশানাল।
প্রাথমিক ভাবে কাজ শুরুও হয়ে গিয়েছে, সোদপুর অমরাবতী মাঠে যেখানে পানিহাটি উৎসব হয় সেখানেই একমাত্র জায়গা রয়েছে এই অত্যাধুনিক এয়ারপোর্ট বানানোর, এখানে প্রতিদিন ১০ টা করে বিমান ওঠা নামা করবে, ৩ টি দিল্লি, ২ টি মুম্বাই, ২ টি ব্যাঙ্গালোর, ২ টি হায়দ্রাবাদ, ১ টি চেন্নাই, প্রথমে শুধু মাত্র ডোমেস্টিক ভাবেই শুরু হবে এই বিমান বন্দর।
এতক্ষন ধরে মনোযোগ দিয়ে পরার জন্য ধন্যবাদ, আপনাকে অকাল এপ্রিল ফুল বানানো হলো, যেখানে একটা সাবওয়ে বানাতে এতদিন লেগে যায় সেখানে আবার এয়ারপোর্ট হবে... শেয়ার করে আপনার বন্ধুদের কেও এই খবর টি জানিয়ে দিন
0 comments:
Post a Comment