Friday, August 24, 2018

ডার্বিতে ইস্টবেঙ্গল-কে বেশি টিকিট এবং মোহনবাগান-কে কম টিকিট দেওয়া হলো - ক্লিক করে পুরোটা পড়ুন

কলকাতা ডার্বি ২০১৮
মরসুমের প্রথম ডার্বি সেপ্টেম্বরের ২ তারিখে, দীর্ঘ ২ বছর পর কলকাতা লীগের ডার্বি সল্টলেক স্টেডিয়ামে ফিরলো।
এই বছর থেকেই কলকাতা লীগের ডার্বির টিকিট অনলাইনে দেওয়া শুরু হলো। ইতি মধ্যেই সেই টিকিট কাটতে শুরু করে দিয়েছে সমর্থক রা।
কিন্তু বিতর্ক এখানেই, অনলাইনে টিকিট কাটতে গিয়ে দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের তুলনায় মোহনবাগান কে কম টিকিট দেওয়া হয়েছে।
EB FAN ZONE GALLERY

MB FAN ZONE GALLERY
ইস্টবেঙ্গলকে দেওয়া হয়েছে ৭টা ব্লকের টিকিট কিন্তু মোহনবাগান কে দেওয়া হয়েছে ৫টা ব্লকের টিকিট। স্বভাবতই বিতর্কের সুত্রপাত হয়েছে এই টিকিট বন্টন কে ঘিরেই। কেন মোহনবাগান কে কম এবং ইস্টবেঙ্গল কে বেশি টিকিট দেওয়া হয়েছে তার উত্তর এখন পাওয়া যায়নি। কিন্তু মোহনবাগান সাপোর্টারদের মনে যে ক্ষোভ তৈরী হয়েছে সেটা স্পস্ট। 

0 comments:

Post a Comment