Friday, August 24, 2018

জেনে নিন কিভাবে হাতে পাবেন কলকাতা ডার্বির টিকিট

কলকাতা ফুটবল লীগ ডার্বি ২০১৮, সেপ্টেম্বর ২
 এই প্রথম কলকাতা লীগের ডার্বির টিকিট অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আই.এফ.এ এবং আজ থেকেই বুকিং চালু হয়ে গেছে সেই টিকিটের। আপনারা বাড়িতে বসেই ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করে সেই টিকিট বুক করতে পারবেন, কিন্তু টিকিট হোম ডেলিভারির সু্যোগ থাকছে না, অনলাইনে টিকিট বুক করার পর আপনার ই-মেইলে একটি কনফারমেশন মেইল আসবে সেই মেইলটি কে প্রিন্ট আউট করে আপনার নিজের পরিচয় পত্র(আধার কার্ড, ভোটার কার্ড) নিয়ে যে যার ক্লাবে অর্থাৎ মোহনবাগান জোনের টিকিট মোহনবাগান ক্লাবে এবং ইস্ট বেঙ্গল জোনের টিকিট ইস্ট বেঙ্গল ক্লাবে রবিবার (সম্ভবত) থেকে আসল টিকিট টি তুলে নিতে পারবেন। 

0 comments:

Post a Comment