Tuesday, January 30, 2018

আবারো বিক্ষোভ লাল-হলুদে... বিস্তারিত পরুন ক্লিক করে

ইস্টবেঙ্গল সমর্থকদের বিক্ষোভ বারাসাতে
বারাসাতঃ আবারো বিক্ষভ করলো ইস্টবেঙ্গল সমর্থকেরা, আবারো খালিদ জামিল-কে শুনতে হলো গো-ব্যাক ধ্বনী। মিনার্ভা পাঞ্জাবের সাথে ম্যাচ ড্র করাতে সমর্থকদের রাগ আরো বেড়ে ওঠে এবং ম্যাচ শেষে বারাসাত স্টেডিয়ামের বাইরে প্ল্যা-কার্ড সহ বিক্ষোভ দেখাতে শুরু করেন।
তাদের মূল উদ্দে্যশ্য ছিলো ক্লাবের কর্মকর্তা নীতু সরকারের উপরে। তাদের অভিযোগ কাট মানি খেয়ে ডুডু-ক্রোমা-প্লাজা দের মত নিম্নমানের বিদেশী এনে দল গড়ছেন, যেটি ক্লাবের ঐতিহ্য সাথে একেবারেই খাপ খায় না। বিক্ষোভ হয় অ্যাল্ভিটোর নামেও, জানতে চাওয়া হয় তার ক্লাবে থাকার দরকার টা কি? তার কাজ টা ?

তবে খেলা শেষে খালিদ জামিল বলেন যে, "আমি লীগ জয়ের আশা ছাড়ছিনা, এখনো ৬টা ম্যাচ বাকি"
সমর্থক দের উদ্দেশ্য বলেন যে আপনারা আসুন পরের ম্যাচে আমাকে গালাগালি করুন তবুও আসুন।

0 comments:

Post a Comment