ইস্টবেঙ্গল সমর্থকদের বিক্ষোভ বারাসাতে |
তাদের মূল উদ্দে্যশ্য ছিলো ক্লাবের কর্মকর্তা নীতু সরকারের উপরে। তাদের অভিযোগ কাট মানি খেয়ে ডুডু-ক্রোমা-প্লাজা দের মত নিম্নমানের বিদেশী এনে দল গড়ছেন, যেটি ক্লাবের ঐতিহ্য সাথে একেবারেই খাপ খায় না। বিক্ষোভ হয় অ্যাল্ভিটোর নামেও, জানতে চাওয়া হয় তার ক্লাবে থাকার দরকার টা কি? তার কাজ টা ?
তবে খেলা শেষে খালিদ জামিল বলেন যে, "আমি লীগ জয়ের আশা ছাড়ছিনা, এখনো ৬টা ম্যাচ বাকি"
সমর্থক দের উদ্দেশ্য বলেন যে আপনারা আসুন পরের ম্যাচে আমাকে গালাগালি করুন তবুও আসুন।
0 comments:
Post a Comment