Saturday, January 27, 2018

বাগানের ভরসা নেপালের "বিমল"-এর উপর - আরো জানতে ক্লিক করুন

বিমল ঘারতি মগর
ভিসার কারনে পেন ওরজি যে মোহনবাগানে আসছেন না, তা জানা গিয়েছিল শুক্রুবারই। তারপরই নতুন করে প্রশ্ন উঠেছিল তাহলে সনির বদলি কে? উঠেছিল বোয়া, চিডির নাম। কিন্তু তারা কেউই নয়, বরং সনির বদলি খুজতে গিয়ে চমকে দিল সবুজ মেরুন।
সনির বদলে মোহনবাগান সই করালো নেপালের বিষ্ময় কিশোর বিমল ঘারতি মগরকে। ১৯ বছর বয়সি মগর মাত্র ১৪ বছর বয়সে নেপালের জাতীয় দলের হয়ে খেলেন। ১৫ বছর বয়সে গোলও করেন। তিনি দুনিয়ার ষষ্ঠ সবচেয়ে কমবয়সি আন্তর্জাতিক ফুটবলে গোল রয়েছে। এ ছাড়া এই ফরোয়ার্ড ইউরোপের বেশ কিছু ক্লাবে ট্রায়াল দিতে গিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। তার মধ্যে রয়েছে নেদারল্যান্ডসের একটি ক্লাবও। বিমলকে সই করানোর কথা ক্লাবের তরফ থেকে মেইল করে সংবাদ মাধ্যাম কে জানানো হয়েছে।
তবে বিমলের সবচেয়ে বড়ো অবদান, তিনি বেলজিয়ামের সবচেয়ে নামি ক্লাব অ্যাান্ডারলেখটের অনুর্ধ্ব ১৬ এবং অনুর্ধ্ব দলের হয়ে খেলেছেন। এই মরশুমের বাকি ময়াচগুলির জন্য তার সঙ্গে চুক্তি করেছে গঙ্গাপাড়ের ক্লাব। বিমল রবিবার কলকাতায় আসছেন। সোমবার থেকে সবুজমেরুন অনুশীলনে যোগ দেবেন।

0 comments:

Post a Comment