Friday, January 26, 2018

বোয়া কি তাহলে আবার মোহনবাগানে ? জানতে হলে ক্লিক করুন!

পিয়ের বোয়া মোহনবাগান জার্সি তে 
বোয়া কে কি তাহলে আবার দেখা যাবে মোহনবাগান জার্সিতে ?
এই সম্ভাবনা একে বারে উড়িয়ে দেওয়া যায় না, সনি নর্দে চোট পেয়ে চলে যাবার পর থেকেই বাগানে তৈরী হয়েছে শূন্যস্থান। খোদ সনিই বলে গেছেন তার জায়গাতে অন্য খেলোয়ার নেবার কথা, এই অবস্থায় পেন ওরজির নাম শোনা গেছিলো, কিছুটা কনফার্ম হয়েও তাকে নিয়ে দেখা গেছে অনিশ্চয়তা, এই অবস্থায় হঠাতই উঠে এলো বাগানকে আই-লীগ দেওয়া বোয়ার নাম।
২০১৫ সালে বাগান কে আই-লীগ দেবার পিছনে বোয়ার অবদান অনেক রয়েছে, কিন্তু তার পরের বছরেই তাকে ছেড়ে দেয় মোহনবাগান। এখন বাগানের এই দুঃসময় হয়েতো ক্যামেরুন এর এই বিশ্বাকাপার প্রথম মনে পড়েছে। কিন্তু বোয়ার এখনকার বয়স ভাবাচ্ছে কর্মকর্তা দের, বর্তমান বয়স প্রায় ৪০ বছরের উর্ধে, এই বয়সে যদি তিনি আসেন তাহলে দেখার তার ফর্ম কেমন থাকে!

যদিও বোয়ার সাথে সাথে ফিক্রু-র নামও উঠে আসছে, ইথিওইয়ার এই স্ট্রাইকার অনেক দিন ধরেই মোহনবাগানে খেলার জন্য মুখিয়ে রয়েছেন, শোনা যাচ্ছে তার দামও নাকি বেশিই চাইছেন তিনি।
এখন দেখার সনি নর্দের বদলে জানুয়ারির এই ট্রান্সফার মার্কেটে কাকে মোহনবাগান কাকে ঘরে তোলে!

0 comments:

Post a Comment