ক্রোমা এবং ডুডু ইস্টবেঙ্গল প্র্যাক্টিসে একসাথে |
বাগানে তার খেলার গ্রাফ দ্রুত নিম্নমুখী হওয়ার পর মিনার্ভা ম্যাচে চুড়ান্ত ব্যার্থ হবার পর তাকে রিলিজ দেয় মোহনবাগান কর্তারা।
তারপর তিনি তার পুরনো জায়গায় ফিরে যান খেপের মাঠে, বাগান ছাড়ার পরে নিয়মিত খেপ খেলেছেন তিনি, এমন কি গোল কিপারের ভুমিকাতেও তাকে দেখা গেছে।
এরপর কেটে গেছে আই-লীগের দ্বিতীয় ডার্বি, ইস্টবেংগল মোহনবাগানের কাছে লজ্জাজনক ভাবে পরাজিত হয় এবং প্লাজা চুড়ান্ত ব্যার্থ হওয়ায় ক্লাব তাকে তরিঘরি রিলিজ দেয় ইস্টবেঙ্গল, তারপরেই ক্রোমার কাছে অফার আসে ইস্টবেঙ্গলে সই করার, সেই মত ক্লাবের সাথে কথা হয়ে ক্লাবে ট্রায়াল দিতে এসেছেন এই লাইবেরিয়ান স্ট্রাইকার, মনোরঞ্জন এবং খালিদ জামিলের কাছে ট্রায়াল দিচ্ছেন তিনি।
ট্রায়াল দিলেও মনে করা হচ্ছে তাকেই কনফার্ম নেবে ইস্টবেংগল, হয়েতো ম্যাচ পিছু টাকা দেওয়া হতে পারে ক্রোমা কে।
আজ বারাসাতে টার্ফের মাঠে পুরো ইস্টবেঙ্গল দলের সাথে ঘাম ঝরান তিনি, সকলের সাথে পরিচয়ও সারলেন। ক্রোমার কথায় তিনি এখানে নিজেকে প্রমান করতে এসেছেন।
তিনি বলেন " আমি মোহনবাগানের ফুটবলার নই এখন আমি ইস্টবেঙ্গলের, লাল হলুদের জন্য আমি নিজের সেরাটা দেবো, একই সঙ্গে আমি সবাইকে দেখাতে চাই আমিই সেরা, সেটা প্রমান করবই"
ক্রোমার এই কথা শুনে ইস্টবেংগল সমর্থকেরা আশার আলো দেখছেন, এখন এটাই দেখার যে তিনি ইস্টবেঙ্গল জার্সি তে কতটা সফল হতে পারেন।
0 comments:
Post a Comment