"রাখী" উৎসবে মাতলেন যৌন কর্মীরা |
যৌন কর্মীদের বরাররই সমাজে খারাপ চোখে দেখা হয়, এবং তারা থাকেন কিছুটা আড়ালেই, কিন্তু তারাও তো কারোর দিদি বা বোন। তাদের ও তো ইচ্ছা করে সবার সাথেই প্রতিটা উৎসবে মেতে উঠতে।
তাদের সেই ইচ্ছাই পূরন করলেন চিরন্তন সিংহ নামে এক যুবক।
রাখী পরাচ্ছেন যৌন কর্মীরা |
তিনি এবং তার বন্ধুরা মিলে যৌন কর্মীদের সাথে পালন করলেন পবিত্র রাখী বন্ধন উৎসব। তাদের কে "দিদি" বলে সম্মোধন করে তাদের কাছ থেকে রাখী পরলেন, এবং তার দিদিরাও তাকে রাখী পরিয়ে মিস্টি খাইয়ে তাকে বরন করে নেন। তিনিও উপহার তুলে দেন তাদের হাতে। কলকাতা সাক্ষী থাকলো এই এক অটুট বন্ধনে।
স্যালুট তোমাকে চিরন্তন সিংহ
উপহার তুলে দিচ্ছেন |
সব ছবি গুলো চিরন্তনের ফেসবুক প্রোফাইল(https://za.gl/Bu8j) থেকে নেওয়া
0 comments:
Post a Comment