Tuesday, January 30, 2018

আবারো বিক্ষোভ লাল-হলুদে... বিস্তারিত পরুন ক্লিক করে

ইস্টবেঙ্গল সমর্থকদের বিক্ষোভ বারাসাতে
বারাসাতঃ আবারো বিক্ষভ করলো ইস্টবেঙ্গল সমর্থকেরা, আবারো খালিদ জামিল-কে শুনতে হলো গো-ব্যাক ধ্বনী। মিনার্ভা পাঞ্জাবের সাথে ম্যাচ ড্র করাতে সমর্থকদের রাগ আরো বেড়ে ওঠে এবং ম্যাচ শেষে বারাসাত স্টেডিয়ামের বাইরে প্ল্যা-কার্ড সহ বিক্ষোভ দেখাতে শুরু করেন।
তাদের মূল উদ্দে্যশ্য ছিলো ক্লাবের কর্মকর্তা নীতু সরকারের উপরে। তাদের অভিযোগ কাট মানি খেয়ে ডুডু-ক্রোমা-প্লাজা দের মত নিম্নমানের বিদেশী এনে দল গড়ছেন, যেটি ক্লাবের ঐতিহ্য সাথে একেবারেই খাপ খায় না। বিক্ষোভ হয় অ্যাল্ভিটোর নামেও, জানতে চাওয়া হয় তার ক্লাবে থাকার দরকার টা কি? তার কাজ টা ?

তবে খেলা শেষে খালিদ জামিল বলেন যে, "আমি লীগ জয়ের আশা ছাড়ছিনা, এখনো ৬টা ম্যাচ বাকি"
সমর্থক দের উদ্দেশ্য বলেন যে আপনারা আসুন পরের ম্যাচে আমাকে গালাগালি করুন তবুও আসুন।

Sunday, January 28, 2018

দেখে নিন এবারের KKR-এর দল -ক্লিক করে দেখুন

KKR Team List for IPL 2018
KOLKATA KNIGHT RIDERS TEAM LIST FOR IPL 2018

BATSMAN
1. Robin Uthappa
2. Dinesh Karthik
3. Nitish Rana
4. Chris Lynn
5. Ishank Jaggi
6. Apoorv Wankhade
7. Rinku Singh
8. Shubman Gill

ALL-ROUNDERS
9. Andre Russell
10. Shivam Mavi
11. Cameron Delport

BOWLERS
12. Mitchell Starc
13. Kuldeep Yadav
14. Piyush Chawla
15. Mitchell Johnson
16. Vinay Kumar
17. Kamlesh Nagarkoti
18. Javon Searles

Saturday, January 27, 2018

বাগানের ভরসা নেপালের "বিমল"-এর উপর - আরো জানতে ক্লিক করুন

বিমল ঘারতি মগর
ভিসার কারনে পেন ওরজি যে মোহনবাগানে আসছেন না, তা জানা গিয়েছিল শুক্রুবারই। তারপরই নতুন করে প্রশ্ন উঠেছিল তাহলে সনির বদলি কে? উঠেছিল বোয়া, চিডির নাম। কিন্তু তারা কেউই নয়, বরং সনির বদলি খুজতে গিয়ে চমকে দিল সবুজ মেরুন।
সনির বদলে মোহনবাগান সই করালো নেপালের বিষ্ময় কিশোর বিমল ঘারতি মগরকে। ১৯ বছর বয়সি মগর মাত্র ১৪ বছর বয়সে নেপালের জাতীয় দলের হয়ে খেলেন। ১৫ বছর বয়সে গোলও করেন। তিনি দুনিয়ার ষষ্ঠ সবচেয়ে কমবয়সি আন্তর্জাতিক ফুটবলে গোল রয়েছে। এ ছাড়া এই ফরোয়ার্ড ইউরোপের বেশ কিছু ক্লাবে ট্রায়াল দিতে গিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। তার মধ্যে রয়েছে নেদারল্যান্ডসের একটি ক্লাবও। বিমলকে সই করানোর কথা ক্লাবের তরফ থেকে মেইল করে সংবাদ মাধ্যাম কে জানানো হয়েছে।
তবে বিমলের সবচেয়ে বড়ো অবদান, তিনি বেলজিয়ামের সবচেয়ে নামি ক্লাব অ্যাান্ডারলেখটের অনুর্ধ্ব ১৬ এবং অনুর্ধ্ব দলের হয়ে খেলেছেন। এই মরশুমের বাকি ময়াচগুলির জন্য তার সঙ্গে চুক্তি করেছে গঙ্গাপাড়ের ক্লাব। বিমল রবিবার কলকাতায় আসছেন। সোমবার থেকে সবুজমেরুন অনুশীলনে যোগ দেবেন।

সবাইকে দেখাতে চাই আমিই সেরা - ক্রোমা । বিস্তারিত দেখুন ক্লিক করে

ক্রোমা এবং ডুডু ইস্টবেঙ্গল প্র্যাক্টিসে একসাথে
কিছুদিন আগেই তিনি ছিলেন মোহনবাগানের অন্যতম ভরসা। মাঝমাঠ এবং ফরোয়ার্ড-এ ভরসা যোগাতেন বাগানে, এখন তিনিই ইস্টবেঙ্গলে ভরসা দেবার অন্যতম কারিগর হবার চেস্টায়।
বাগানে তার খেলার গ্রাফ দ্রুত নিম্নমুখী হওয়ার পর মিনার্ভা ম্যাচে চুড়ান্ত ব্যার্থ হবার পর তাকে রিলিজ দেয় মোহনবাগান কর্তারা।
তারপর তিনি  তার পুরনো জায়গায় ফিরে যান খেপের মাঠে, বাগান ছাড়ার পরে নিয়মিত খেপ খেলেছেন তিনি, এমন কি গোল কিপারের ভুমিকাতেও তাকে দেখা গেছে।
এরপর কেটে গেছে আই-লীগের দ্বিতীয় ডার্বি, ইস্টবেংগল মোহনবাগানের কাছে লজ্জাজনক ভাবে পরাজিত হয় এবং প্লাজা চুড়ান্ত ব্যার্থ হওয়ায় ক্লাব তাকে তরিঘরি রিলিজ দেয় ইস্টবেঙ্গল, তারপরেই ক্রোমার কাছে অফার আসে ইস্টবেঙ্গলে সই করার, সেই মত ক্লাবের সাথে কথা হয়ে ক্লাবে ট্রায়াল দিতে এসেছেন এই লাইবেরিয়ান স্ট্রাইকার, মনোরঞ্জন এবং খালিদ জামিলের কাছে ট্রায়াল দিচ্ছেন তিনি।
ট্রায়াল দিলেও মনে করা হচ্ছে তাকেই কনফার্ম নেবে ইস্টবেংগল, হয়েতো ম্যাচ পিছু টাকা দেওয়া হতে পারে ক্রোমা কে।
আজ বারাসাতে টার্ফের মাঠে পুরো ইস্টবেঙ্গল দলের সাথে ঘাম ঝরান তিনি, সকলের সাথে পরিচয়ও সারলেন। ক্রোমার কথায় তিনি এখানে নিজেকে প্রমান করতে এসেছেন।
তিনি বলেন " আমি মোহনবাগানের ফুটবলার নই এখন আমি ইস্টবেঙ্গলের, লাল হলুদের জন্য আমি নিজের সেরাটা দেবো, একই সঙ্গে আমি সবাইকে দেখাতে চাই আমিই সেরা, সেটা প্রমান করবই"

ক্রোমার এই কথা শুনে ইস্টবেংগল সমর্থকেরা আশার আলো দেখছেন, এখন এটাই দেখার যে তিনি ইস্টবেঙ্গল জার্সি তে কতটা সফল হতে পারেন।      

Friday, January 26, 2018

বোয়া কি তাহলে আবার মোহনবাগানে ? জানতে হলে ক্লিক করুন!

পিয়ের বোয়া মোহনবাগান জার্সি তে 
বোয়া কে কি তাহলে আবার দেখা যাবে মোহনবাগান জার্সিতে ?
এই সম্ভাবনা একে বারে উড়িয়ে দেওয়া যায় না, সনি নর্দে চোট পেয়ে চলে যাবার পর থেকেই বাগানে তৈরী হয়েছে শূন্যস্থান। খোদ সনিই বলে গেছেন তার জায়গাতে অন্য খেলোয়ার নেবার কথা, এই অবস্থায় পেন ওরজির নাম শোনা গেছিলো, কিছুটা কনফার্ম হয়েও তাকে নিয়ে দেখা গেছে অনিশ্চয়তা, এই অবস্থায় হঠাতই উঠে এলো বাগানকে আই-লীগ দেওয়া বোয়ার নাম।
২০১৫ সালে বাগান কে আই-লীগ দেবার পিছনে বোয়ার অবদান অনেক রয়েছে, কিন্তু তার পরের বছরেই তাকে ছেড়ে দেয় মোহনবাগান। এখন বাগানের এই দুঃসময় হয়েতো ক্যামেরুন এর এই বিশ্বাকাপার প্রথম মনে পড়েছে। কিন্তু বোয়ার এখনকার বয়স ভাবাচ্ছে কর্মকর্তা দের, বর্তমান বয়স প্রায় ৪০ বছরের উর্ধে, এই বয়সে যদি তিনি আসেন তাহলে দেখার তার ফর্ম কেমন থাকে!

যদিও বোয়ার সাথে সাথে ফিক্রু-র নামও উঠে আসছে, ইথিওইয়ার এই স্ট্রাইকার অনেক দিন ধরেই মোহনবাগানে খেলার জন্য মুখিয়ে রয়েছেন, শোনা যাচ্ছে তার দামও নাকি বেশিই চাইছেন তিনি।
এখন দেখার সনি নর্দের বদলে জানুয়ারির এই ট্রান্সফার মার্কেটে কাকে মোহনবাগান কাকে ঘরে তোলে!

আক্রম মোঘরাবি চলে যাবার আসল কারন কি ? জানতে হলে ক্লিক করুন!

আক্রম মোঘরাবি-মোহনবাগান স্ট্রাইকার 

আজ রাতেই দেশে ফিরছেন আক্রম মোঘরাবি।
তবে মোহনবাগানী দের ভয়ের কোনো কারন নেই, তিনি যাচ্ছেন তার সদ্যজাত পুত্রসন্তান কে দেখার জন্য। আজই তার স্ত্রী পুত্রসন্তান এর জন্ম দিয়েছেন তাকেই দেখতে যাচ্ছেন লেবাননে।
লেবানন থেকে ফিরবে ৩০শে জানুয়ারি, ৩ই ফেব্রুয়ারি এর আগে মোহনবাগানের কোনো ম্যাচ নেই তাই আক্রম কে ছাড়তে ক্লাব রাজী হয়ে যায় সহজেই।
মোঘরাবি-এর সদ্যজাত সন্তান 
লেবানন থেকে ফিরে তিনি লাজং ম্যাচের প্রস্তুতি তে যোগদান করবেন মোঘরাবি।